ইউনূস সেন্টারের ইন্টার্নদের জিসিসি সফর
জুন ২০, ২০১৭ – আমেরিকা, কানাডা ও ইউকে’র টেক্সাস ইউনিভার্সিটি, মিডলবিউরি কলেজ, লাফায়েত কলেজ, ম্যাকজিল ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স এর ৬ জন শিক্ষার্থী জিসিসি সফর করে । তরুন প্রজন্মকে সামাজিক ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে গঠিত ইমারসান প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের দলটি বাংলাদেশ সফরে আসে। আইসিটিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্ছিত জনগোষ্ঠীর মানোন্নয়ন সম্পর্কে জানার জন্য তারা জিসিসিতে আসে যা তাদের পড়াশোনারই একটি অংশ ।
জিসিসির ডিরেক্টর ডঃ রফিকুল ইসলাম মারুফ জিসিসি অফিসে তাদের অভ্যর্থনা জানান । পরে তারা জিসিসির বিশেষ গবেষণাধর্মী কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশান সেশনে অংশগ্রহন করে । বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা জিসিসির পরিচালিত অভিনব কার্যক্রম ও প্রকল্পসমূহের প্রশংসা করে । তারা জিসিসির গবেষণাধর্মী প্রকল্পসমূহে তাদের আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের গ্রামের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে গবেশণা করার ইচ্ছা প্রকাশ করে । |