জাপানে সায়েন্স অগরা-২০১৭-তে গ্রামহেলথ: পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি)-র প্রদর্শন

নভেম্বর ২৯, ২০১৭- জিসিসি জাপানের টোকিওতে ২৫ নভেম্বর ২০১৭ তারিখে জিসিসি’র উদ্ভাবনী প্রকল্প গ্রামহেলথ: পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি) সায়েন্স  অগরাতে প্রদর্শন করে। কিউশু বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কার্যরত জিসিসি-এর দুই পরিচালক মহোদয় ডঃ আশির আহমেদ ও ডঃ রফিকুল ইসলাম মারুফ, পিএইচসি ও বাংলাদেশে এর কার্যক্রম সম্পর্কে বিজ্ঞান অগরা’র প্যানেলে বক্তব্য রাখেন। প্রতি বছর জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা (জেএসটি) সায়েন্স অগরা নামক একটি সম্মেলনের আয়োজন করে, যা বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সমাজকে সুসংহত করার লক্ষ্যে জাপান ও বিদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন প্রজন্মের মানুষের সাথে সংযোগ স্থাপন করে। এই বছরের সম্মেলনে, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। একটি পৃথক প্যানেলে ভারত ও কম্বোডিয়াসহ বিভিন্ন এশিয়ান দেশ থেকে স্পিকাররা ‘ইনোভেশন ইন ইউনিভার্সাল ই-হেলথঃ পোর্টেবল হেলথ ক্লিনিক সিস্টেম ইন এশিয়ান কমিউনিটি ‘- বিষয়ের উপর পিএইচসি কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন।

Comments are closed.

অনুসন্ধান

রিপোর্ট / ভিডিও

ভোট

How often do you take a basic health check up?

View Results

Loading ... Loading ...

Recent News

Categories

Archives

Popular Tags