আমাদের সম্বন্ধে
গ্লোবাল কমিউনিকেশন সেন্টার (জিসিসি), গ্রামীণ কমিউনিকেশানস্ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত একটি গবেষণা ও উন্নয়ন সংস্থা। প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আইসিটি ভিত্তিক সামাজিক সেবা তৈরি করে তা তাদের কাছে পৌঁছে দেয়া এবং এর মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাই জিসিসি’র লক্ষ্য। সামাজিক সেবাগুলো দূরবর্তী এলাকা ও মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে কারিগরি ও প্রযুক্তিগত প্রয়োজনীয়তাগুলো শনাক্ত করা এবং সাশ্রয়ী মূল্যে সেবা প্রদানের উদ্দেশ্যে স্বয়ংসম্পূর্ণ, দীর্ঘস্থায়ী ও সার্বজনীন ব্যবসায়িক মডেল তৈরি করা এই গবেষণা কার্যক্রমের উদ্দেশ্য।
উন্নয়নশীল দেশগুলোর জন্য সামাজিক তথ্য ব্যবস্থাপনা অবকাঠামোর মডেল (Social Information Infrastructure – SII) তৈরির উদ্দেশ্যে সমন্বিত গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশের গ্রামীণ কমিউনিকেশানস্ ও জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথচুক্তির মাধ্যমে জিসিসি’র যাত্রা শুরু হয়।
গ্রাম ও দূরবর্তী অঞ্চলের জনগোষ্ঠীর কাছে সামাজিক সেবাগুলোকে সহজপ্রাপ্য করার প্রয়াসে ব্যবহারকারী-বান্ধব প্রযুক্তি গড়ে তোলার জন্য জিসিসি বর্তমানে কাজ করে চলেছে। এই প্রযুক্তি স্বল্প বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইস, যেমন সাধারণ মোবাইল ফোন থেকে ব্যবহারোপযোগী যাতে গ্রামবাসী তাদের দক্ষতা ও সামর্থ্যের মধ্যেই এগুলো ব্যবহার করতে সক্ষম হয়।