ইউগ্লেনা-জেঙ্কি কর্মসূচীঃ দ্বিতীয় ধাপের স্বাস্থ্য সমীক্ষা সম্পন্ন
এপ্রিল ২১, ২০১৭- ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ্ ও শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল (আইসিএইচএসএসএফ) এর সহায়তায় জিসিসি ইউগ্লেনা-জেঙ্কি প্রোজেক্ট এর আওতাভুক্ত স্কুলের শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা ও গবেষণা সম্পন্ন করে । ইউগ্লেনা বিস্কুট খাওয়ানোর মাধ্যমে শিশুদের স্বাস্থ্যগত কিছু পরিবর্তন নিরূপণ করার লক্ষ্যে এ গবেষণাটি গত এপ্রিল ২৬ থেকে মে ২৫, ২০১৭ পর্যন্ত পরিচালিত হয় । মোহাম্মদপুর ও মিরপুরে অবস্থিত ৩ টি স্কুলের ২৮৪ জন শিক্ষার্থীদের উপর এ কর্মসূচি পরিচালিত হয় । এ সব শিক্ষার্থীরা ইউগ্লেনা সমৃদ্ধ বিস্কুট খেয়েছে ও খায়নি এ দু ভাগে বিভক্ত। জিসিসি’র একজন প্রোগ্রাম সহকারীর উপস্থিতিতে আইসিএইচএসএসএফ এর ২ জন স্বাস্থ্যকর্মী উভয় স্কুলের শিক্ষার্থীদের রক্তের নমুনা সংগ্রহ করে এবং তা আইসিএইচএসএসএফ এর গবেষণাগারে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে । প্রাপ্ত উপাত্তসমুহ চূড়ান্ত রিপোর্ট প্রস্তূতির লক্ষ্যে বিশ্লেষণ করা হচ্ছে ।
এখানে উল্লেখ্য যে, ইউগ্লেনা কোম্পানির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে ইউগ্লেনা-জেঙ্কি কর্মসূচীর কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে জিসিসি আইসিএইচএসএসএফ এর সহায়তায় এ গবেষণা কর্মটি পরিচালনা করছে । ইউগ্লেনা জেঙ্কি কর্মসূচী বস্তির শিক্ষার্থীদের অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণের লক্ষ্যে পুস্তিগুণসম্পন্ন বিস্কুট সরবরাহ করে । এই কর্মসূচীটি ৬ মাস করে তিনটি ধাপে পরিচালিত হবে । |