বেসিস সফট এক্সপো-২০১৮ -তে জিসিসি’র অংশগ্রহণ

ফেব্রুয়ারী ২২, ২০১৮- জিসিসি বাংলাদেশ-র সর্ববৃহৎ বেসরকারি আইটি সেবা ও আইটি সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান, বেসিস সফট এক্সপো আয়োজিত চারদিন ব্যাপী মেলাতে অংশগ্রহণ করে। বাংলাদেশ এর প্রান্তিক জনগোষ্ঠীকে আইটির আয়তায়ে আনার লক্ষে বেসিস সফট এক্সপো ২২-২৫ ফেব্রুয়ারী, ২০১৮ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলার আয়োজন করে। মেলাতে বিভিন্ন আইসিটি কোম্পানি, ব্যক্তিত্ব, মূল নীতিনির্ধারক, শিল্পপতি ও আইসিটি উদ্যোগতাদের সমাবেশ ছিল।

মেলাতে জিসিসি-র টিম পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি), টেলিমেডিসিন সেবার এক নুতন উদ্ভাবনী মডেল প্রদর্শন করে। মেলার শুরু থেকে জিসিসি বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ, এনজিও, গবেষক, স্থানীয় প্রশাসক, ব্যবসায়ী এবং শিক্ষাবিদ দর্শকমণ্ডলীর আগ্রহ লক্ষ করেছে। দর্শকরা পিএইচসি সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং তাদের এলাকায় পিএইচসি বাস্তবায়ন করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও বেসিস সফট এক্সপো’র কর্তৃপক্ষ জিসিসি’র স্টল পরিদর্শন করেন এবং আমাদের বিশেষজ্ঞ দলের মাধ্যমে টেলিমেডিসিন সেবা বাস্তবায়িত এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

মেলা শেষে জি.সি.সি. দল উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে এবং পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি) প্রকল্পটি ভবিষ্যতে সম্ভাব্য অংশীদারদের সহযোগিতায় সফলভাবে সম্প্রসারিত করার আশা করছে।

Comments are closed.

অনুসন্ধান

রিপোর্ট / ভিডিও

ভোট

How often do you take a basic health check up?

View Results

Loading ... Loading ...

Recent News

Categories

Archives

Popular Tags