জিসিসি অরবিস (Orbis) মিটিং অনুষ্ঠিত
মার্চ ২৩, ২০১৭ – মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক এনজিও অরবিস এর সাথে তাদের গুলশান অফিসে জিসিসি এর একটি মিটিং অনুষ্ঠিত হয়। মিস আরলেনে লোজানো (ডিরেক্টর, মনিটরিং ও ইভ্যালুএশান) এর নেতৃেত্ব অরবিস এর ৪ জন প্রতিনিধি উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করেন । অরবিস এর তত্ত্বাবধানে বাংলাদেশে গ্রামহেলথঃ পিএইচসি, গ্রামহেলথঃ টেলিপ্যাথলজি ও গ্রামহেলথঃ টেলিআইকেয়ার কর্মসূচী বাস্তবায়নে জিসিসি ও অরবিস যৌথভাবে কাজ করার পরিকল্পনা করে।
গ্রামহেলথ সেবাসমূহ বিশেষত গ্রামহেলথঃ টেলিআইকেয়ার সেবা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মিটিং এ আলোচনা হয়। দেশের রোগাক্রান্ত মানুষদের দীর্ঘমেয়াদে গ্রামহেলথ সেবাসমূহ দেওয়ার লক্ষ্যে একটি টেকসই মডেল উন্নয়ন নিয়েও দলটি আলোচনা করে। জিসিসির পক্ষে ড. কাজী রফিকুল ইসলাম মারুফ (ডিরেক্টর, অপারেশনস) ও ২ জন সদস্য মিটিংয়ে উপস্থিত ছিলেন। উন্নয়নশীল দেশগুলোতে প্রশিক্ষণ, চিকিৎসা ও অস্ত্রোপচার উপকরণ সরবরাহ করার লক্ষ্যে অরবিস একটি উড়ন্ত হাসপাতাল পরিচালনা করে। অরবিস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক এনজিও যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি সুরক্ষা নিয়ে কাজ করে। অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তিহীন চক্ষুর রোগসমূহের চিকিৎসা করাই এর কর্মসূচীর মূল লক্ষ্য। বাংলাদেশে দৃষ্টিশক্তির পরিচর্যার ক্ষেত্রে অরবিস এর সাথে একটি সফল উদ্যোগ গ্রহণ ও যৌথভাবে কাজ করার ব্যাপারে জিসিসি পরিকল্পনা গ্রহণ করে। |