ইউনূস সেন্টারের ইন্টার্নদের জিসিসি সফর

জুলাই ১৩, ২০১৭ – সম্প্রতি ব্রাজিল, ইতালি, বাংলাদেশ, জাপান ও ফ্রান্স এর ৯ জন শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী জিসিসি সফর করে । তরুণ প্রজন্মকে সামাজিক ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে গঠিত ইমারসান প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের দলটি বাংলাদেশ সফরে আসে । আইসিটিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্ছিত জনগোষ্ঠীর মানোন্নয়ন সম্পর্কে জানার জন্য তারা জিসিসিতে আসে যা তাদের পড়াশোনা ও কাজেরই একটি অংশ ।

জিসিসির ডিরেক্টর ডঃ রফিকুল ইসলাম মারুফ জিসিসি অফিসে তাদের অভ্যর্থনা জানান । পরে তারা জিসিসির বিশেষ গবেষণাধর্মী কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশান সেশনে অংশগ্রহন করে । বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা জিসিসির পরিচালিত অভিনব কার্যক্রম ও প্রকল্পসমূহের প্রশংসা করে । তারা জিসিসির গবেষণাধর্মী প্রকল্পসমূহে তাদের আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে অবদান রাখার আগ্রহ ব্যক্ত করে ।

Comments are closed.

অনুসন্ধান

রিপোর্ট / ভিডিও

ভোট

How often do you take a basic health check up?

View Results

Loading ... Loading ...

Recent News

Categories

Archives

Popular Tags