পুরনো গাড়ির যন্ত্রপাতি নিয়ে গবেষণাকল্পে ডব্লিউআরসিপিএ’র বাংলাদেশ সফর
মে ১৯, ২০১৭ – জাপানের ওয়ার্ল্ড রিসাইকেল কার পার্টস এসোসিএশান (ডব্লিউআরসিপিএ) এর চার সদস্যের একটি প্রতিনিধিদল মিঃ তাকুইয়া কাওয়ামুরা (চেয়ারম্যান, ডব্লিউআরসিপিএ ও প্রেসিডেন্ট, সানপাওয়ার) এর নেতৃত্তে বাংলাদেশ সফর করে । জিসিসি’র ইন্টারন্যাশনাল রিসার্চ অপরচুনিটি প্রোগ্রাম এর আওতায় আসা এ প্রতিনিধিদলের উদ্দেশ্য হলো দেশের পুরনো গাড়ির যন্ত্রপাতি নিয়ে গবেষণা ও একটি যৌথমূলধ্বনি ব্যবসায় গঠনের সম্ভাবনা যাচাই করা । মিস নাজনীন সুলতানা (ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ কমিউনিকেশান্স) ও ডঃ রফিকুল ইসলাম মারুফ (ডিরেক্টর, জিসিসি) আগত অতিথিবৃন্দকে ২৫ মে, ২০১৭ তারিখে জিসিসি অফিসে স্বাগত জানান । জিসিসি ৫ দিনব্যাপী প্রোগ্রামের আয়োজন করে যার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে মিটিং ও ফিল্ড গবেষণা অন্তর্ভুক্ত ছিল । সোশ্যাল বিজনেস সম্পর্কে জানার জন্য প্রতিনিধিদলটি ইউনূস সেন্টারে প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সাথেও সাক্ষাৎ করে । প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হলো মিঃ কাওয়াশিরু নবরু (প্রেসিডেন্ট, জাপান এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিঃ), মিঃ সাইতো খইছি (প্রেসিডেন্ট, আপরাইজিং), এবং আন ঝুয়ান (সিইও, আন্দা কোকুসাই বুএকি কোম্পানি লিঃ) । ডব্লিউআরসিপিএ একটি জাপানি অলাভজনক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোতে জাপানি প্রযুক্তি আনয়নের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখে । ডব্লিউআরসিপিএ’র সাথে কাজ করার জন্য জিসিসি আগ্রহ প্রকাশ করে ও বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে একসাথে এগিয়ে যেতে চায় । |